বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অত্র কলেজে অত্যাধুনিক ডিজিটাল ল্যাব আছে যার মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ লাভ করে। বর্তমান সরকারের আমলে তিথ্য প্রযুক্তির ব্যবহার ও উন্নয়ন অগ্রাধিকার পাচ্ছে। শিক্ষার্থীদের ভর্তি , রেজিষ্টেশন, ফরম ফিলাপ এবং পরীক্ষার ফলাফল অনলাইনে সম্পন্ন হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির বর্তমান ধারার সাথে নিজেদের সম্পৃক্ত করতে সক্ষম হচ্ছে।
বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষানীতি উপহার দিয়েছেন এবং ধাপে ধাপে তা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সফলতা ঈর্ষনীয়। কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স প্রদান করার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞ। কলেজটির অবকাঠামো সবুজবৃক্ষে ঘেরা সকলকে আকৃষ্ট করে। বিগত শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে যথেষ্ঠ কৃতিত্ব অর্জন করে আসছে। সার্বিক বিচারে জামালপুর জেলা তথা ময়মনসিংহ বিভাগে অন্যতম শ্রেষ্ঠ নারী শিক্ষা প্রতিষ্ঠান।