মেনু নির্বাচন করুন

অধ্যক্ষ



২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ  শ্রেণির শিক্ষার্থীদের সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। অত্র অঞ্চলের অনগ্রসর নারীদের উচ্চ শিক্ষা গ্রহনের নিমিত্তে ১৯৮৫ ইং সনে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ স্থাপিত হয়। সবুজ ছায়াঘেরা মনোরম পরিবেশ সকলকে আকৃষ্ট করে। কলেজটিতে এইচএসসি, এইচএসসি (বিএম), স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও মাস্টর্স কোর্স চলমান আছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংস্কৃতিচর্চা, বিতর্ক প্রাতিযোগিতা ও খেলধুলার ব্যবস্থা আছে। নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বর্ষবরণ, বাংলা ও ইংরেজী নববর্ষ উদযাপন করা হয়। নিয়মিতভাবে পরিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান চালু আছে। গার্লস গাইড ও রোভার স্কাউট সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ এবং নিয়মানুবর্তিতার আওতায় আনা হয়। পাঠাগারে বই ও পত্রিকা পাড়ার সুবিধা আছে।

এ কলেজটি অত্র অঞ্চলের ছাত্রীদের প্রয়োজনের তাগিদে সর্বস্তরের সহযোগিতার ফসল। উন্মুক্ত পরিবেশে আন্তরিকতার সাথে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের মূল লক্ষ্য হলো জ্ঞানার্জন এবং তা বাস্তবে প্রযোগ করে বর্সাধিক সাফল্য অর্জন।

অত্র কলেজের অনেক মেধাবী ছাত্রী দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স, প্রকৌশল এবং ধারাবাহিকভাবে নিয়মিত মেডিকেল কলেজ সমূহে ভর্তির সযোগ লাভ করেছে। আদর্শ নারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সবার সুদৃষ্টি ও সহযোগিতা আমাদের কাম্য।